রাজশাহীতে বাংলাদেশ ন্যাশনাল স্কুল এন্ড কলেজেরআয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ন্যাশনাল স্কুল এন্ড কলেজের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর ছোটবনগ্রাম খোরশেদের মোড় এলাকায় স্কুল প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক রাকিব রহমান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরীরর শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামানিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালক ইঞ্জিনিয়ার মাহ্ফুজুর রহমান ও রাজু আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ন্যাশনাল স্কুল এন্ড কলেজের সভাপতি রবিউল ইসলাম, দৈনিক সানশাইন পত্রিকার মহাব্যবস্থাপক নরুল ইসলাম, দৈনিক সময়ের আলোর রাজশাহীর ব্যুরো প্রধান শফিকুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের এডমিন অফিসার সোহেল পারভেজ সবুজ, ছোটবনগ্রাম পূর্বপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন আব্দুল করিমসহ বাংলাদেশ ন্যাশনাল স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার জনসাধারণ।
মেলার আয়োজক ও অত্র স্কুল পরিচালনা কমিটির পরিচালক ইঞ্জিনিয়ার মাহ্ফুজুর রহমান ও রাজু আহম্মেদ জানান, স্কুলের শিক্ষার্থীদের পড়ালিখার পাশাপাশি তাদের চিন্তা, সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই মেলার আয়োজন। সেই সাথে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির জ্ঞান লাভের সাথে সাথে তারা যেন খুদে বিজ্ঞানী হয়ে গড়ে উঠতে পারে।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মেলাটি সকাল সাড়ে নয় টায় শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলে। মেলায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের আয়োজনে ১২ টি স্টল স্থাপন করা হয়। এইসব স্টলে আধনিক মহানগরী, সৌরজগৎ, মহাআকাশ, পরিবেশ দূষনরোধ, সৌরবিদ্যুৎ সিস্টেমসহ নানা প্রর্দশনি উপস্থাপন করা হয়।

0/Post a Comment/Comments