সাখাওত হোসেন সজিব, দুর্গাপুর প্রতিনিধি:
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক রাজশাহীর দুর্গাপুরে বিএনপির চেয়ারপারসন
বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ও সালাম শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার(১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝালুকা ইউনিয়নের আমগাছি বাজারে দলীয় নেতাকর্মী, সাধারণ জনগণ ও বাজারে বিভিন্ন দোকানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি৷
জনসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় আবু বকর সিদ্দিক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন দেশ থেকে শেখ হাসিনা, ছাত্রলীগ বিদায় হয়েছে ইনশাআল্লাহ আগামীতে আওয়ামীলীগ ও বিদায় হবে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গণতান্ত্রিক উপায়ে জনগণের আস্থা নিয়ে আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে উঠবে। এজন্য সবাই ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Post a Comment