তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার উ‌দ্দো‌গে চেক ও হুইলচেয়ার বিতরণ




বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: 

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে রিক্রিয়েশন ক্লাব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হুইলচেয়ার ও নগদ চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার দুপু‌রে তাহেরপুর রিক্রিয়েশন ক্লাব চত্তরে এই অনুষ্ঠানের আ‌য়োজন করা হয়। 

অনুষ্ঠানে এসময় ক্লাবের সা‌বেক সদস্য মৃত মনিরুল  ইসলাম মাষ্টারের প‌রিবা‌রের হা‌তে ক্লাবের কল্যাণ তহবিল থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার  টাকার চেক এবং তাহেরপুর ডিগ্রী কলেজের স্নাতকের বিশেষ  চাহিদা সম্পন্ন ছাত্র   জসিম উদ্দিন  কে একটি ব্যাটারি চালিত হুইলচেয়ার প্রদান করা হয়। 

অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন তাহেরপুর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সাবেক প্রধান শিক্ষক এসএম হাফিজুর রহমান।  ক্লাবের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথি ছি‌লেন, জেলা বিএনপির সদস্য ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি  এবং সাবেক পৌর মেয়র আ ন ম সামছুর রহমান মিন্টু। 

বিশেষ অতিথি ছিলেন, তাহেরপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল,  সাবেক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, তাহেরপুর রিক্রিযেশন ক্লাবের সাধারণ সম্পাদক ও তাহেরপুর  ডিগ্রী কলেজের  সাবেক সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান বুলু।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর ডিগ্রী কলেজের  সহকারী অধ্যাপক আব্দুর রশিদ ও সহকারী অধ্যাপক সিরাজুল করিম, নলডাঙ্গা উপজেলার সহকারী শিক্ষা অফিসার মজিবর রহমান, তাহেরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর, সাবেক উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ ইয়াসিন আলী, প্রভাষক মাসুদ রানা, কাশেম মৌলভী, ক্লাবের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা  আবদুল খালেক শাহানা, সদস্য সুরাত আলী, আইয়ুব আলী সরদার,ওমর আলী, হান্নান খাঁ, সামাদ পিয়াদা, জাহাঙ্গীর মাষ্টার, আব্দুর রশিদ মাষ্টার, স্বপন কুমারসহ তাহেরপুর রিক্রিয়েশন ক্লাবের সকল  সদস্য বৃন্দ। অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মুকুল খন্দকার।

0/Post a Comment/Comments