স্টাফ রিপোর্টার:
আজ ১৫ নভেম্বর ২০২৪ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত বিএ, বিএসএস (সম্মান) ও এলএলবি (অনার্স) প্রোগ্রামের বিভিন্ন বিষয় ও সিমেস্টার পরীক্ষা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে সকাল ও বিকালে শুরু হয়েছে। কিন্তু মাত্র ৮/১০ জন উচ্ছৃঙ্খল শিক্ষার্থী পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে আনুমানিক ভোর ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা ভেন্যুতে এসে কর্তব্যরত নিরাপত্তা প্রহরীদের কাছ থেকে জোরপূর্বক প্রধান ফটকের চাবি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং প্রধান ফটকে তালা দিয়ে দেয়। আনুমানিক সকাল ৮ টায় বিপুলসংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান নিয়ে পরীক্ষা নেয়ার দাবিতে শ্লোগান দিতে থাকে। উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, পরীক্ষা সংশ্লিষ্ট সকল বিভাগের ডীন এবং শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক দ্রুত উপস্থিত হয়ে পরীক্ষা গ্রহনের ব্যবস্থা করেন। পরীক্ষা দিতে পেরে অধিকাংশ শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন। উপাচার্য বলেনঃ “আজকের পরীক্ষার ন্যায় বাকি সকল পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে, কোন বাঁধাকেই প্রশ্রয় দেয়া হবে না।“ উল্লেখ্য আজ ১৫-১১-২০২৪ থেকে আগামী ০৪-০১-২০২৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে।
Post a Comment