দুর্গাপুরের মাড়িয়া ও পানানগর ইউনিয়নে বিএনপি নেতা সিদ্দিকের জনসংযোগ



দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহী দুর্গাপুর উপজেলার মাড়িয়া ও পানানগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও বিএনপির নেতাকর্মীদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক।

জনসংযোগ শেষে পথসভায় আবু বকর সিদ্দিক বলেন, সাম্য-মানবিক বাংলাদেশ বির্নিমানে সবাইকে প্রস্তুতি গ্রহন করতে হবে। সাধারণ জনগনের ভোটের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি সরকার গঠন করবে।

গত ১৫বছরে আওয়ামীলীগ ও তার দোষদের নির্যাতনের পরেও বিএনপি,ছাত্রদল তথা সহযোগি সংঠনকে দমিয়ে রাখতে পারেনি। ৫আগষ্ট হাসিনা সরকার পতনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি,ছাত্রদল ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা আওয়ামীলীগ ও তাদের পরিবারের মা-বোনদের পাহাড়া দিয়ে ইজ্জত রক্ষা করেছেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা প্রতিবেশি দেশে বসে থেকে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই সবাইকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

পথসভায় দুর্গাপুর উপজেলার বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

0/Post a Comment/Comments