বিএনপি'র কেন্দ্রীয় নেতার শীত বস্ত্র বিতরণ



 
দুর্গাপুর(রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য এবং পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার(৫ জানুয়ারি) দুপুর ১২ টার সময় উপজেলার জয়নগর ইউনিয়নের মাড়িয়া গ্রামের হতদরিদ্র শীতার্ত অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। 

শীতবস্ত্র বিতরণকালে আবু বকর সিদ্দিক বলেন, বিএনপি জনগণের দল , জনগণের সুখ দুঃখে সাথে থাকে।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের মতো আমার নির্বাচনী এলাকা পুঠিয়া- দুর্গাপুরে আমরা শীতার্ত আসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। 

এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু,জয়নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান সান্টু, সদস্য সচিব গোলাম মোর্শেদ শিবলী, যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি মোজ্জাফর আলী, বিএনপি নেতা আবুল মাস্টার, সামসুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রানা হামিদ, সদস্য শাহিনুর ইসলাম প্রমুখ। 

0/Post a Comment/Comments